
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে চৌকা বিওপি-র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রাম থেকে ০৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় কালুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সাগর ইসলাম (৪০)-কে আটক করা হয়।
বর্তমানে আটক ব্যক্তি ও জব্দকৃত মোবাইল ফোনগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম, বিজিওএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত
থাকবে।”