
আরিফ হাসান গজনবী
(রামপাল) বাগেরহাট
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় শহীদ শরীফ উসমান বিন হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রামপালের ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রাদারহুড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর, বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইমদাদুল হক, আল হাফিজ সোহাগ, মোঃ মেহেদী হাসান, আমির হামজা ও আসাদুল্লাহ শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদারহুড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য মোঃ মেহেদী হাসান তামীম।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় KY Super Giants ও July Thunders। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে July Thunders-কে ৪৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে KY Super Giants।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়৮াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি শহীদ শরীফ উসমান বিন হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তরুণ সমাজকে মাদক ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, শহীদ উসমান হাদি কখনোই বাংলাদেশকে কারো দাসত্বে দেখতে চাননি। নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আদর্শ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।