লামায় বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান, অর্থদণ্ডে আলিঙ্গন হাসপাতাল
মো. ইনতাজ হোসেন, লামা (বান্দরবান):
বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে পরিচালিত এই অভিযানে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণতা, টেস্ট ফি চার্ট প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের দায়ে ‘আলিঙ্গন হাসপাতাল’-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)-এর প্রতিনিধি ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলাইমান এবং রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. ফরহাদ আহমেদ।
মোবাইল কোর্টের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিগুলোর লাইসেন্স, টেস্ট ফির চার্ট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের মেয়াদোত্তীর্ণতা, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট যাচাই করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, লামার নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।