 
																
								
                                    
									
                                 
							
														
সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়ার সুখানপুকুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর দোলন চাঁপা ট্রেনের যাত্রা বিরতির রেল লাইন দাবিতে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে করেছে স্থানীয় ব্যবসায়ি ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দোলনচাঁপা ট্রেন থামিয়ে অবরোধ করেন তারা। ২০ মিনিট সময় ধরে ট্রেনটি আটকে রাখে এতে করে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেয় তারা।
অবরোধকারীরা জানান, সুখানপুকুর রেল স্টেশন অনেক পুরাতন একটি স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ১বছর আগে দোলন চাঁপা ট্রেনের যাত্রা বিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছিলো। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি দোলন চাঁপা ও আন্ত ঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য। । তাই আজ স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে অবরোধ করছেন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেবেন।