রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ টিকা প্রদান কার্যক্রম চলে।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে শিশু ও কিশোরদের মধ্যে টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে। টিকা নিতে আসা অভিভাবকরা জানান, এমন উদ্যোগে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতে আরও এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বাস্থ্যকর্মীরা জানান টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর যা শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে। পুরো চরমোন্তাজ ইউনিয়নে ধাপে ধাপে এই টিকা কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ।