
সংবাদ প্রতিনিধি: মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, যশোর
যশোরের কোতয়ালী উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক ট্রাকচাপায় ইয়াছিন আরাফাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল প্রায় ৭:৩০ মিনিটের দিকে ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়া এলাকায় রিপনের বাড়ির সামনে পাকা রাস্তায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুটি শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, ইয়াছিন যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে সকালে বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল এবং বাইসাইকেলের পিছনে বসে ছিল। ঠিক তখন ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৯৭ নম্বরের একটি ট্রাক বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে শিশুটি পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।