
তাইজুল ইসলামশে, মংলা প্রতিনিধি:
মোংলায় বহু অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্কের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উওরণ-এর ফিশনেট প্রকল্পের সহায়তায় সাগরে মৎস্য আহরনে করণীয় ও বর্জনীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা অনুষ্ঠিত হয় ২৫ অক্টোবর শনিবার সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালি এলাকার নদীর পাড়ে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মংলা। সভায় সভাপতিত্ব করেন কৌশিক মৌলিক কানু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চিলা ইউনিয়ন পরিষদ, মংলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সুমন হাওলাদার, সভাপতি, বহু অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক, মংলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ রফিকুল ইসলাম, সমন্বয়কারী, কনসোর্ডিয়াম উত্তরণ
মোঃ রেজওয়ানুল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, উত্তরণ
মোঃ আশিকুর রহমান, টেকনিক্যাল অফিসার, উত্তরণ
বিলকিস খাতুন, প্রকল্প ব্যবস্থাপক, ডাবলু ইউসিসি মংলা
মোঃ মোখলেসুর রহমান, এরিয়া ম্যানেজার, উত্তর মংলা
এছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাগরগামী মৎস্যজীবীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে মৎস্য আইন ও বিধি নিষেধ, সাগরে মৎস্য আহরণ কালে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ঝাটকা ধরা নিষেধ, এবং যারা সাগরে যাবেন তাদের প্রয়োজনীয় অনুমোদন নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সমুদ্রে দূষণ রোধের জন্য প্লাস্টিক ফেলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।