স্টাফ রিপোর্টার │ মেহেরপুর
সারাদেশের ন্যায় মেহেরপুরেও হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মেহেরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের মেহেরপুর জেলা শাখা।
অনুষ্ঠানে জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।
বৈঠকে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের মেহেরপুর জেলা সভাপতি শাহারুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। তিনি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, গণমাধ্যম, প্রতিরক্ষা, নারী অধিকার ও অন্যান্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা গণমাধ্যম সম্পাদক মিনারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, মুজিবনগর প্রেস ক্লাব সভাপতি ওমর ফারুক প্রিন্স, সহ-সভাপতি ফারুক মল্লিক, গাংনী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহবুব হক, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকসহ হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ ও সেমিনারের মাধ্যমে সংগঠনটি তাদের প্রস্তাবনা তুলে ধরছে।