নওগাঁর মান্দার দেলুয়াবাড়ী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এমপি প্রার্থী খন্দকার মো. আব্দুর রাকিবের নেতৃত্বে এ কর্মসূচি হয়।
গণসংযোগ শেষে ইউনিয়ন আমীর মাওলানা মো. সাইফুদ্দীনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ও এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন, “দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”
পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর ডা. মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।