
তৌহিদ ইসলাম, ঢাকা
মানিকগঞ্জের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই গুণী ব্যক্তিত্ব — চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনিয়ার — তাঁদের স্মৃতি বহন করে আজও ধুলো-মলিন সেই মাইক্রোবাসটি।
২০১১ সালের ১৩ আগস্ট, ঢাকা-আরিচা মহাসড়কের ঘিয়র উপজেলার জোকা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান তারেক মাসুদ, মিশুক মুনিয়ার, ড্রাইভার মোস্তফিজুর রহমান, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ওয়াসিম হোসেন ও জামাল হোসেন।
গুরুতর আহত হন তারেকের স্ত্রী ও সহকর্মী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ধলি আল মামুন, তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং প্রোডাকশন স্টাফ সাইদুল ইসলাম।
তারেক মাসুদ সেদিন তাঁর নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’–এর লোকেশন সার্ভে করতে মানিকগঞ্জ যাচ্ছিলেন। সেই যাত্রাই হয়ে যায় তাঁর জীবনের শেষ অধ্যায়—যা পুরো জাতিকে শোকের সাগরে নিমজ্জিত করেছিল।
আজও সেই বিধ্বস্ত গাড়িটি সাক্ষ্য দেয় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক অপূরণীয় ক্ষতির—একজন তারেক মাসুদের, যিনি *‘মাটির ময়না’*র মাধ্যমে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরেছিলেন বিশ্বদরবারে।