
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ঝুমুরী আক্তার
মাদারীপুর-১ (শিবচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কামাল জামান মোল্লা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামাল জামান মোল্লা বলেন, “শিবচরবাসী ও এই জনপদকে ঘিরে আমার পরিকল্পনা সুদূরপ্রসারী। নির্বাচিত হলে শিবচরের সার্বিক উন্নয়নকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। শিবচরকে একটি আধুনিক, উন্নত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমার এলাকায় কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা মামলাবাজির স্থান থাকবে না। এসব অনিয়মের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান গ্রহণ করবো এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস রেখে কাজ করবো। জনগণের সেবক হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।