ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি : ইমন রহমান
ভোলা সদর উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৭৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা নবিপুর টাউন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সন্দেহভাজন সুজন (৩০) নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ হাজার ৩ শত টাকা।
আটক সুজন ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া নাজমা ক্লিনিক সংলগ্ন এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ বাবুল।
জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”