
ভারতীয় আত্মীয়রা দেখলেন বাংলাদেশে মৃত মায়ের লাশ
জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী তারা বানু (৭৫) ৮ ডিসেম্বর রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। খবর পেয়ে ভারতের মালদা জেলার দুশতদিঘী গ্রামের তার মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) বিএসএফ-এর মাধ্যমে বিজিবির নিকট মৃত মাকে শেষবার দেখার আবেদন করেন।
এই আবেদনের প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভারতীয় আত্মীয়দের লাশ দেখানোর সিদ্ধান্ত নেয়। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি’র সীমান্ত পিলার ১৭৯/৩-এস এলাকায় বিজিবি ও বিএসএফ উপস্থিতিতে মৃতের লাশ আত্মীয়দের দেখানো হয়। ভারতীয় আত্মীয়রা শেষবারের জন্য মৃত মাকে দেখে বিজিবি এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি মানবিক কাজে সবসময় সহানুভূতিশীল।”