ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ১৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
মুস্তু মিয়া বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া, ৯ নভেম্বর ২০২৫:
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সদর থানার সুলতানপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ টিম। অভিযানের সময় মাদক কারবারীর হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়মিত প্রক্রিয়ায় মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা ডিবি পুলিশ।













