মোঃ জাকির হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরে বড় ধরনের মাদক জালিয়াতি ফাঁস:
র্যাবের একটি অভিযানে যশোরের বেনাপোল সীমান্তে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন তুহিন হোসেন (২৭)। বুধবার ভোরে সীমান্তের পুটখালী ইছামতি নদীর তীরবর্তী আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কীভাবে ধরা পড়লো তুহিন:
গোপন সূত্রে খবর পেয়ে র্যাব একটি অভিযান চালায়। তাদের সন্দেহ ছিল, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল মজুদ করে রেখেছে। অভিযানে গিয়ে তারা তুহিনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৩৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
তুহিন কী বলেছে:
তুহিন র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে সীমান্তবর্তী এলাকায় বসবাস করে। সে ভারত থেকে সস্তায় ফেন্সিডিল কিনে এনে যশোরসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।
র্যাবের বক্তব্য:
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানিয়েছেন, এই ধরনের মাদক পাচার বেনাপোল সীমান্তে বেশি হচ্ছে। র্যাব এর আগেও কয়েকবার মাদকের চালান জব্দ করেছে।