কামরুল ইসলাম ক্রাইম রিপোর্টার আমার সকাল ২৪
১১ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক অভিযানে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট।
বিজিবির মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকাগামী ইউরো কোচ (ঢাকা মেট্রো-ব-১২-১৩২৪) বাসটি থামিয়ে নিয়মিত তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বার্লিন নির্দিষ্ট এক যাত্রীর শরীরে মাদক থাকার ইঙ্গিত দেয়। পরে সন্দেহভাজন যাত্রী মোঃ সানি হোসেন (৪০), পিতা আলী হোসেন, মাতা বেবী বেগম, ঠিকানা—দেশান্তরকাঠি, বেতাগী, বরগুনা—এর শরীরে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা ইয়াবাসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।