
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে আপন শাশুড়িকে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২১ ডিসেম্বর (রোববার) এ ঘটনার সূত্রপাত হয়। পরে সোমবার (২২ ডিসেম্বর) সুয়ালক এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ভুক্তভোগীর মেয়ে সাদিয়া খান (২৫) এবং জামাতা মিসকাতুন নবী মিসকাত (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জামাতা সম্পত্তি ও অর্থের লোভে শাশুড়িকে গোপনে ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে অবহিত করে। পরে পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশের সুপার মো. আব্দুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সম্পত্তি ও অর্থ আদায়ের উদ্দেশ্যে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করছিলেন। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।