
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলাস্থ ৪নং সুয়ালক এ অবস্থিত বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর অধীনে পরিচালিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এর নিবাসীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত শিক্ষা ব্যাবস্থার লক্ষ্যে এবং কম্পিউটার বিষয়ক দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে ই-লার্নিং সেন্টার উদ্বোধন ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ: ০৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১:০০টায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এর প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক থানজামা লুসাই নিজ হাতে ফিতা কেটে দৃষ্টি প্রতিবন্ধীদের ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেন পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সভাপতিত্ব করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আহ্বায়ক জেলা সমাজসেবা কার্যালয় ম্য ম্য নু মার্মা, এবং আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এর হাউজ প্যারেন্টস কাম শিক্ষক বাপ্পা দাশ, শিক্ষক জসিম উদ্দিন, বান্দরবান জেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষক লাল হিম থাং বম, শিক্ষক মেহেদী হাসান মুন্না, এবং উক্ত প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নিঃসন্দেহে এটি শিক্ষাক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এবং শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ক উন্নয়নে দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে কর্মজীবনে ও এটি অসীম ভূমিকা পালন করবে বলে জানান তারা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক থানজামা লুসাই দৃষ্টি প্রতিবন্ধী নিবাসী দের মাঝে সাংস্কৃতিক বিকাশে সরঞ্জাম বিতরণ করেন এবং মিষ্টি মূখ করিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অনান্য অতিথিবৃন্দ রা উক্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।