বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি তে পাহাড়িদের জমি দখল নিয়ে ৯ জন বাঙালি এক পাহাড়ি নারী কে রক্তাক্ত করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
আজ: ০২-রা অক্টোবর (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকাবাসী।
এ বিষয়ে এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ঐ নারী জমি তে কাজ করতে বের হন। পরে সেখানে ৯ জন বাঙালি জমি দখল নিয়ে ঐ পাহাড়ি নারী কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ঐ নারীকে উদ্ধার করেন। পরে ঐ নারী মোটামুটি সুস্থ হলে ঘটনার পুরো বিবরণীতে চাঞ্চল্যকর এ তথ্য জানান।
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত পুলিশ ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। আমরা তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরো বলেন, গুজবে কান না দিয়ে দোষীদের যেন দ্রুত আইনের আওতায় আনা যায় তাই সবার সহযোগিতা কামনা করেন তিনি।