
আরিফ হাসান গজনবী
রামপাল উপজেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকদ্বয় মাসুদুর রহমান পিয়াল ও আল আমিন হাওলাদার, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখ, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, রামপাল উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, রামপাল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজালাল গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মোস্তফা কামাল পাটোয়ারী, কাজী জাহিদুল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম শোভন এবং যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান গজনবী।
মনোনয়নপত্র দাখিল শেষে লায়ন্স ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, দল-মত নির্বিশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দলীয় নির্দেশনা ও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।