বাংলাদেশ শিক্ষক সমিতির রাঙ্গাবালী উপজেলা শাখার নতুন কমিটি গঠন
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গাবালী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাহতাফ হোসাইন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ অহিদুল আলম সাধারণ সম্পাদক এবং
চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মনিরুজ্জামান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক আবদুল মতিন ও সদস্য সচিব মনজুরুল আহসান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনের পর শিক্ষক সমাজে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব শিক্ষক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













