নিত্যানন্দ হালদার
নাজিরপুর উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার বরিশাল বিভাগের অশ্বিনী কুমার হল টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও অধিকার নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং সরকারি সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইলিয়াস রাজ, সভাপতি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিমা খাতুন (সাধারণ সম্পাদক), গাউসুল আজম শিমু (মুখ্য সমন্বয়ক), রতন মিয়া (সহ-সভাপতি), আকুল সেখ (সাংগঠনিক সম্পাদক), সেলিম রেজা (সহ সাধারণ সম্পাদক), মোহাম্মদ হাবিবুর রহমান (অধ্যক্ষ ভারপ্রাপ্ত বরিশাল সিটি কলেজ), রেজিন-উল-কবির (সভাপতি, অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন), আবু হানিফ মোল্লা (অধ্যক্ষ, এম এ মালেক কলেজ), ও এম এ সালাম (সমন্বয়ক, ময়মনসিং বিভাগ)।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরিশাল জেলার জেলা পরিষদের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন জীবন কৃষ্ণ সাহা, সভাপতি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ বরিশাল।