স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বিল্লাহ
বরিশাল জেলার রাহাত আনোয়ার হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ডা. সৌরব সুতারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে স্বরূপকাঠির এক স্কুলছাত্রীর পরিবার। অভিযোগে বলা হয়, স্বরূপকাঠির স্কুলছাত্রী ইশাল অসুস্থ হয়ে পড়লে তার পরিবার চিকিৎসার জন্য তাকে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে নিয়ে যায় এবং ডা. সৌরব সুতারের অধীনে চিকিৎসা শুরু করে।
চিকিৎসার একপর্যায়ে ইশালের অপারেশনের প্রয়োজন হয়। এ সময় ডা. সৌরব সুতার অপারেশনের জন্য পরিবারের কাছে ১ লাখ টাকা দাবি করেন। ইশালের পরিবার গ্রামের লোকজনের কাছ থেকে কিস্তিতে ঋণ নিয়ে সেই অর্থ জোগাড় করে অপারেশন করায়।
কিন্তু অপারেশনের কিছুদিন পর ইশালের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। বিষয়টি জানাতে পরিবারের সদস্যরা মোবাইলে ডা. সৌরব সুতারের সঙ্গে যোগাযোগ করলে তিনি আবারও চিকিৎসার জন্য ২ লাখ টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে ইশালের পরিবার আর তার কাছে চিকিৎসা না নিয়ে বরং ফেয়ার হেলথ ক্লিনিকে নিয়ে যান।
সেখানে পুনরায় অপারেশনের সময় চিকিৎসকরা ইশালের পেটের ভিতরে ‘পয়জন’ জাতীয় পদার্থ এবং অপারেশন থিয়েটারের কিছু আবর্জনা খুঁজে পান। দ্রুত চিকিৎসার ফলে বর্তমানে ইশাল অনেকটা সুস্থ আছে।
ইশালের পরিবার অভিযোগ করে, ডা. সৌরব সুতার চিকিৎসার নামে প্রতারণা ও ভুল চিকিৎসার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। তারা এ চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদটি যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।