
মোঃ জাহিদুল ইসলাম জিহাদী
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
অদ্য (সোমবার) ১০ নভেম্বর ২০২৫ ইং তারিখে পরীরখাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের মোট ৩৫৭ জন নিবন্ধিত উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ৬০ কেজি করে দুই মাসের চাল প্রদান করা হয়েছে। মোট বিতরণ করা হয়েছে ২১ টন ৪২০ কেজি চাল।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, সকল ইউপি সদস্য, ট্যাগ অফিসার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপকারভোগীরা জানান, “আমাদের সুষ্ঠুভাবে, পরিমাণ অনুযায়ী চাল প্রদান করা হয়েছে। কোনো অনিয়ম দেখা যায়নি।”
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান কবির ইউনুস বলেন, “আমরা কোনো অনিয়ম ছাড়াই সঠিকভাবে প্রতি উপকারভোগীকে ৬০ কেজি করে চাল বিতরণ করেছি।”
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান বলেন, “ট্যাগ অফিসারের উপস্থিতিতে যথাযথভাবে চাল পরিমাপ করে বিতরণ করা হয়েছে।”
প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বলেন, “আমরা সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে ৩৫৭ জন উপকারভোগীর মাঝে মোট ২১ টন ৪২০ কেজি চাল বিতরণ করেছি।”