
বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
বরগুনা প্রতিনিধি:
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জাকির হোসেন মিরাজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ। এছাড়া বরগুনা জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা আলোচনায় অংশ নেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক প্ল্যাটফর্মের ভূমিকা, সদস্যদের করণীয় এবং নাগরিক অধিকার সুরক্ষায় সম্ভাব্য উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা পরিচালনা করেন প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল।
অংশগ্রহণ করেন মোট ৩০ জন সদস্য।
সবশেষে আগামী তিন মাসের জন্য একটি সুসংহত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যেখানে সচেতনতা বৃদ্ধি, ভোটার শিক্ষা, অংশীজনের সম্পৃক্ততা এবং নাগরিক স্বার্থরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।