
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযান পরিচালনা করে ১৩৪ পিস ইয়াবা উদ্ধার এবং মনির হোসেন সর্দার (৫২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীর কাছে উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজারমূল্য প্রায় ৪০,২০০ টাকা।
অভিযানটি ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বরগুনা সদর থানা এলাকার খাজুরতলা থেকে পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদকবিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।