আল আমিন শেখ স্টাফ রিপোর্টার বগুড়া।
বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন দোকান থেকে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
শহরে আইন-শৃঙ্খলা রক্ষায় ধারালো অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ২৬ জুলাই ২০২৫ খ্রিঃ, বিকেল ৪টায় বগুড়া জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন মার্কেটে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একাধিক দোকানে অভিযান চালিয়ে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু এবং ২টি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়। অভিযানের সময় দোকান মালিকদেরকে এসব অবৈধ ও বিপজ্জনক পণ্যের ক্রয়-বিক্রয় ও মজুদের বিষয়ে সতর্ক করা হয়। একইসঙ্গে সাধারণ মানুষকেও এসব চাকুর অপব্যবহার এবং এর সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সচেতন করা হয়।
বগুড়া জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।