
সাজেদুল ইসলাম রাসেল,
বিশেষ প্রতিনিধি বগুড়া।
বগুড়া জেলার শেরপুর থানার মির্জাপুর এলাকায় র্যাব-১২ এর বিশেষ অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার পর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, মির্জাপুর ইউনিয়নের পশ্চিম খলিফাপাড়া গ্রামের মো. ফারুক হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পাথর বিক্রির উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব-১২ দ্রুত অনুসন্ধান শুরু করে। এরপর অধিনায়কের নির্দেশনায় একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে ফারুক হোসেনের বসতবাড়ির পশ্চিম দুয়ারী সংলগ্ন সন্তানদের শয়নকক্ষ থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
১) মো. নায়েব আলী (৪২), পিতা–মৃত আবুল কাশেম, সিংড়া, নাটোর
২) মো. রফিকুল ইসলাম রফিক (৪২), পিতা–মোঃ মোজাম্মেল হক, তানোর, রাজশাহী
৩) মো. এনামুল হক (২৯), পিতা–মোঃ আ. রশিদ, সিংড়া, নাটোর
তাদের কাছ থেকে ১,৫৭,০০০ টাকার জাল নোট সহ
,৩টি সাদা-কালো ছোট পাথর,৩টি অ্যান্ড্রয়েড মোবাইল
,১টি বাটন ফোন,৪টি,সিম কার্ড ও নগদ ৪,২১০ টাকা
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।