
বগুড়া প্রতিনিধি মো: রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তাঞ্জিমা আখতার। বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম, লাইট হাউজের কর্মকর্তা ওয়াহিদা ইয়াসমিন। এছাড়া অদম্য নারীদের মধ্যে বক্তব্য রাখেন এস,এ,এম মাহমুদা খাতুন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ জিনাত রেহেনা ও মোছাঃ নাজনীন আকতার।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার জীবন ও কর্ম নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত। শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে সমানভাবে এগিয়ে চললেও নিরাপত্তা ও সুরক্ষায় অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। সমাজে নারীদের ওপর নানা ধরনের নির্যাতন ও সহিংসতা এখনো বিরাজ করছে।