
মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ি উদ্ধার করেছে।
বিজিবির তথ্য অনুযায়ী, বুধবার রাতে কাশিপুর ও অনন্তপুর বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন। কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৮০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। অপরদিকে, অনন্তপুর বিওপির টহলদল সীমান্তমুখী দিক থেকে প্রবেশের সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালালে, ৬৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল ইমাম মেহেদী হাসান, পিএসসি জানান, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৩ হাজার টাকা। তিনি আরও বলেন, সীমান্ত চোরাচালানমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের শনাক্তকরণের জন্য তথ্য সংগ্রহ ও আইনগত প্রক্রিয়া চলমান।