
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি করা রায়ে নববধূ সাজিয়া আফরিন রোদেলা (২০) হত্যার মামলায় তার স্বামী সোহানুর রহমান সোহান (৩৫)-কে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানাাদেশ দিয়েছেন।
আদালত নির্দেশ দিয়েছেন, বিদেশে পালানো আসামি সোহানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে, মামলায় অপর সাতজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ১৩ জানুয়ারি রোদেলার বিয়ে হয় আসাদুল সোহানের সঙ্গে। বিবাহের কয়েক মাসের মধ্যেই সোহান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি রোদেলাকে হত্যার পর আত্মহত্যার দাবি করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে ময়না তদন্তে হত্যা প্রমাণিত হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করে।