
মোঃ বিল্লাল হোসেন,
হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়া (৮০) রোববার (২৩ নভেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা রোববার জোহর বাদ স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আব্দুস সালাম এবং স্থানীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।