
নিউজ ডেক্স │ আমার সকাল২৪
সাতক্ষীরা: গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের একটি ঘেরে পোল্ট্রি মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ঘের কর্তৃপক্ষ। এই মাছ পরে স্থানীয় বাজারে বিক্রি হয় এবং সাধারণ মানুষ তা খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।
ঘের মালিক মতিয়ার রহমানকে এ কাজ না করতে পূর্বে সতর্ক করা হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করে তিনি কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। পরে শুক্রবার ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে মুরগির বিষ্ঠাসহ পাকড়াও করা হলে উপজেলা প্রশাসন সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্টে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা现场-ই আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।