সাজেদুল ইসলাম রাসেল
নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়ার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইন উদ্দিন আহমেদ।
বগুড়া সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর এলাকায় গত ২৯ জানুয়ারি একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে পুলিশ সুপার মো. জেদান আল মুসার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রায়হান এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোরফা মঞ্জুর পিপিএম এর নেতৃত্বে, সদর থানার অফিসার ইনচার্জ একেএম মইন উদ্দিন তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডাকাত দলের ফেলে যাওয়া পায়ের জুতার আলামতের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও লুট করা মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
Blackjack ™te Çift Bahis ve Yüksek Kazanç 🌈 Her Çevirmede Daha Fazlası İçin Şansını Kullan! https://kusadasi-bayans10.citiescort.com/
PG Slot Jackpot Kazanma Hileleri 🚀 Her Çevirişte Daha Fazla Eğlence ve Daha Büyük Kazanç! https://www.kusadasiteksex.com/
💠Sweet Bonanza FreeSpin ve Kazancını Hızla Yükselt! ✨ Kazancınızı Katlayarak Yüksek Ödülleri Kazanmak İçin FreeSpin ile Başlayın! http://www.jadekusadasi.com/
IOS oyunları için kullanıcı geri bildirimleri 🌟 Büyük Ödüller, Heyecan Dolu FreeSpin ile Hemen Başlasın! https://www.kusadasiteksex.com/