
ওসির সরকারি গাড়িতে দ্রুত হাসপাতালে নেওয়া হলো আহতদের
ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুর–কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ার কৌদালিয়া পেট্রোলপাম্পের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গার্মেন্টসের জোট কাপড় বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো–ল ১৬০৩৩৩) কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি সিএনজি অটোরিকশায় (গাজীপুর মেট্রো–থ ১১৯৪৪২১) শিশুসহ ৬–৭ জন যাত্রী ছিলেন। পেট্রোলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপটি সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে চূর্ণবিচূর্ণ হয়ে যায় অটোরিকশাটি।
প্রত্যক্ষদর্শী আলামিন বলেন, “আমরা বিন্নাটি থেকে গাজীপুর যাচ্ছিলাম। আমাদের সামনেই ছিল সিএনজিটি। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে আসা পিকআপ সিএনজিটিকে ধাক্কা দিল। প্রায় ৭ জন গুরুতর আহত হন। কারও অবস্থাই ভালো ছিল না। তাৎক্ষণিক কোনো গাড়ি না থাকায় পাকুন্দিয়া থানার ওসির গাড়িতে করে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।”
দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি নিজের সরকারি গাড়িতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সবার অবস্থাই গুরুতর। অফিসার ইনচার্জ স্যার নিজেই গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। এখনো আহতদের পরিচয় পাওয়া যায়নি।”
দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।