পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে গণভোটের আহ্বান ইসলামী আন্দোলনের
মো. রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪:
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া সাতমাথায় জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে দলের প্রেসিডিয়াম সদস্য আ.ন.ম. মামুনুর রশীদ প্রধান বক্তা হিসেবে এসব দাবি তুলে ধরেন।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশায় জাতি পুরাতনকে বিতাড়িত করেছে। এখন সংস্কারের সময়, কিন্তু প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে শুধু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। একটি দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই এই পদ্ধতিকে সমর্থন করে। তাই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করতে পারে না। যদি রাজনৈতিক সমঝোতায় পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, তবে নির্বাচনের আগে গণভোট দিতে হবে।”
অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সহসভাপতি প্রিন্সিপাল মাও. আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাও. রেজাউল করীম, যুব আন্দোলনের সভাপতি মো. সোহরাব হোসেন, শ্রমিক আন্দোলনের সেক্রেটারী মো. আবু সাঈদ এবং ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা ছাত্র নেতা হাসান আহমাদ রাবি।
বক্তারা বলেন, পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।