মো সাইদ আফ্রিদি ইরাক, স্টাফ রিপোর্টার,
পঞ্চগড়ে জয় ইসলাম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রামের ডাঙ্গা এলাকাবাসী, বিপি উচ্চ বিদ্যালয় ও স্থানীয় শিক্ষার্থীদের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে পঞ্চগড় বাজার সিনেমা হল রোড সংলগ্ন মামা হালিম ও চটপটি হাউজের সামনে কিশোরগ্যাং সদস্যরা ধারালো ছুরি দিয়ে জয় ইসলামকে (১৮) পেটে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর নেওয়ার পথে বোদা উপজেলার ময়দান দীঘি এলাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ঘটনার পর পঞ্চগড় সদর সার্কেল এএসপি মোঃ শইমী ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক থাকলেও জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।