
বিশেষ প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগেই প্রচারণা শুরু করেছেন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক আবু সালেহ মুসা।
ইতিমধ্যে তিনি কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে দোয়া প্রার্থনা করছেন।
এক সাক্ষাৎকারে আবু সালেহ মুসা বলেন,
“আমার জন্ম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগলী ইউনিয়নে। দীর্ঘদিন ধরে দেখছি, কিশোরগঞ্জ উপজেলা উন্নয়নের ক্ষেত্রে অনেকটা অবহেলিত। সৈয়দপুর উপজেলা শিল্পনগরী হওয়ায় কিছুটা উন্নয়ন হলেও কিশোরগঞ্জ পিছিয়ে আছে।
যদি জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন, তবে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, বেকারত্ব দূরীকরণসহ এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কারখানা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে আমার।”
তিনি আরও বলেন,
“আমি যেন আজীবন মানুষের পাশে থেকে কাজ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।”