নলছিটি (ঝালকাঠি): তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নলছিটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ দুপুরে সেমিফাইনালে বিজয়ী কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি শহীদিয়া দাখিল মাদ্রাসা ও দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইব্রেকারে কুলকাঠি একাদশ ৩-১ গোলে বিজয়ী হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইশতিয়াক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমীন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন, নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শামসুল আলম খান বাহার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।