
আশরাফুদ্দীন আল আজাদ | ধুনট (বগুড়া) বিশেষ প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় বরই খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি কলা বাগানে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছামিদুল হাসান (১৬) নামে এক কিশোরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। অভিযুক্ত ছামিদুল হাসান ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সোবেল প্রামানিকের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শিশুটির প্রতিবেশী। গত ২৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের কলা বাগানে নিয়ে গিয়ে ওই ঘটনা ঘটানো হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।