এম এ এইচ ইবনে জালাল
বিশেষ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, “স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে, দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে।”
তিনি আরও বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি—এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণে দেশ চালানোর অপচেষ্টা চলছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশন দিয়ে এদেশকে পরিচালনার চেষ্টা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঘৃণাভরে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।”
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-০৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতয়ালী আংশিক) আসনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মানোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কে এম আতিকুর রহমান, কে এম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।
এ সময় পীর সাহেব চরমোনাই উপস্থিত জনতার সঙ্গে দল মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মানোয়ার খানকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
সূত্র: ইসলামী আন্দোলন বাংলাদেশ মিডিয়া সেল