
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি শাহিনুর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে সাম্প্রতিক এক হত্যা মামলাকে কেন্দ্র করে ঢাকায় অনুষ্ঠিত বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ ব্রিফিং করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় পার্বতীপুর বিএনপি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, নিহত মাহাফিজুল ইসলামের ছেলে সজিব ইসলামের সংবাদ সম্মেলনে সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক বিদ্বেষপ্রসূতভাবে বিএনপি ও স্থানীয় নেতাদের জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত অপপ্রচার।
মেনহাজুল হক জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঘটনাটি পারিবারিক বিরোধ, বিশেষ করে শ্যালিকার সঙ্গে পরকীয়াজনিত জটিলতা থেকে ঘটেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে নিহতের ছেলেকে বিভ্রান্ত করে বানোয়াট গল্প সাজিয়ে বিএনপির সুনাম ক্ষুণ্নের চেষ্টা করছে।
তিনি বলেন, “বিচার চাওয়ার বদলে রাজনৈতিক ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করার যে অপকৌশল সংবাদ সম্মেলনে ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটি রাজনৈতিক কুৎসা রটনার অংশ ছাড়া কিছু নয়।”
তিনি নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক
আহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ
খয়রাত হোসেন কাজী, দপ্তর সম্পাদক
অধ্যাপক ফয়জুর রহমান, সভাপতি, উপজেলা জিয়া পরিষদ
অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক
শরিফুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব, উপজেলা সেচ্ছাসেবক দল
এ ছাড়া বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।