
দীর্ঘ ১৫ বছর পর ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসার গুঞ্জন জোরালো হলেও রাজু রাস্তোগি চরিত্রটি থাকছে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নিশ্চিতকরণ নেই। রাজু চরিত্রে অভিনয় করা অভিনেতা শারমান যোশি নিজেই জানিয়েছেন, সিক্যুয়েল নিয়ে তার সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন এবং ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। নতুন ছবির গল্প শুরু হবে ২০০৯ সালের ছবিটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।
শারমান যোশি জানিয়েছেন, অতীতেও একাধিকবার সিক্যুয়েল নিয়ে গুঞ্জন শোনা গেলেও সেগুলো বাস্তবে রূপ নেয়নি। তাঁর ভাষ্য, তিনি আশাবাদী হলেও এ মুহূর্তে রাজু চরিত্রে তাঁর অংশগ্রহণ নিশ্চিত বলা যাচ্ছে না।