
মোঃ মেহেদী হাসান
আমার সকাল ২৪
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় বিএনপির আয়োজনে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কদমতলা বাজার থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কদমতলা বাজারে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পায় এবং নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল মাতুব্বর, সালথা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাদিউল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ সেকেন্দার মাতুব্বর, একই সংগঠনের ভাওয়াল ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল মাতুব্বর, টিটুল শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ে শক্ত ভূমিকা রাখবে।
আনন্দ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।