ছাতকে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের ছাতকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ৩ তারিখ মঙ্গলবার বিকাল উপজেলার বিএনপি অঙ্গ সংগঠন উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি, কলিম উদ্দিন আহমদ মিলনের, নেতৃত্বে শহরের তাহির প্লাজা থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
রিফলেট বিতরণের সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মাস্টার ফজলুল করিম বকুল,জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রাহমান এমরান,জেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুর রহমান শামছুর
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।