
ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; আমতলীতে জিওব্যাগ ভরাটের কাজ বন্ধ করলো পাউবো
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী এলাকায় তাফালবাড়িয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জিওব্যাগ ভরাটে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় কাজ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার মো. মনীরুজ্জামান টিটু সঠিক পরিমাণ সিমেন্ট ব্যবহার না করে কেবল বালু দিয়ে জিওব্যাগ তৈরি করছিলেন। এতে ব্যাগের মান নিম্নমানের হওয়ায় কাজের গুণগত মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ইউপি সদস্য আবু জাফরসহ স্থানীয়রা অভিযোগ করেন, প্রয়োজনীয় সিমেন্ট ছাড়া এভাবে জিওব্যাগ ভরাট করলে অল্পতেই তা ক্ষতিগ্রস্ত হয় এবং ভাঙন ঠেকানো সম্ভব হয় না।
পাউবো সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়ে অনিয়মের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গত ৩০ বছর ধরে এই বাঁধে বারবার ভাঙন দেখা দিচ্ছে। প্রতিবারই প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। এর আগেও ২০২২ সালে জিওব্যাগ ফেলা হলেও ঠিকাদারের গাফিলতির কারণে সেগুলো সরে গিয়ে আবারও ভাঙন সৃষ্টি হয়েছিল।
পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, “ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত চলছে। অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বাঁধের কাজ বারবার নিম্নমানের হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এমন অনিয়ম চলতে থাকলে তারা আবারও বন্যার ঝুঁকিতে পড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।