1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আমার সকাল ২৪ |
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১২:৫২|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলা প্রশাসন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাজাহানপুরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ধর্ষণ চেষ্টার অভিযোগ জুলাই গণহত্যার বিচার দাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ সুন্দরবনের কোল ঘেঁষে বেগম খালেদা জিয়ার নামে তিনটি স্থাপনা ফুলবাড়ীতে জামায়াতের অবস্থান কর্মসূচি, লকডাউন প্রতিরোধ জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শিবচরে চিনিবোঝাই ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুরে উত্তেজনা বগুড়ায় যৌথ অভিযান: ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাষ্ট্রীয় সনদে স্বাক্ষর মহামান্য রাষ্ট্রপতির শাজাহানপুরে ৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, ট্রেন চলাচল অস্থায়ীভাবে বন্ধ কুমিল্লা রাজপথে অবস্থান কর্মসূচি: আন্দোলনরত আট দলের ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা শীর্ষনায়কদের মামলা: রায় ১৭ নভেম্বর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা জামায়াতের বিবৃতি ট্রাইব্যুনালে রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা: পুলিশ–বিজিবি–সেনাবাহিনী মোতায়ন খুলনায় নিষিদ্ধ সংগঠনের ঘোষিত ‘লকডাউন’ মোকাবিলায় কঠোর নিরাপত্তা জোরদার পাকুন্দিয়ায় অনিয়ম–দুর্নীতির শীর্ষে বুরুদিয়া ইউনিয়ন পরিষদ: প্যানেল চেয়ারম্যান শাজাহানের ‘রামরাজত্ব’! সমৃদ্ধ উলিপুর গড়ার অঙ্গীকার ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর তেজগাঁও স্টেশনে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, আটক ২ স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর হৃদয়বিদারক স্ট্যাটাস ভাইরাল কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গজারিয়ায় আ.লীগ–ছাত্রলীগের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ ‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি শাজাহানপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মূল্য স্থিতিশীল রাখতে শাজাহানপুরে অভিযান: ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা ঝিকরগাছায় জামায়াতের নির্বাচনী কার্যালয় উদ্বোধন মালাইকা অরোরা পছন্দ করেন সাহসী ও ভালো চুমু খেতে পারা পুরুষ খালেদা জিয়ার পক্ষে ভোট প্রার্থনা: শাজাহানপুরে এনামুল হক শাহীনের নেতৃত্বে গণসংযোগ টেকনাফে মোহাম্মদ নুরকে অপহরণ করে মুক্তিপণ আদায়: প্রশাসনের হস্তক্ষেপ কামনা সংঘাত নয়, শান্তি চাই: মোংলা সরকারি মহিলা কলেজে YPAG-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় গোপন অভিযানে হাতবোমা তৈরির সময় তিন যুবক আটক ঢাকা-পটুয়াখালী রুটে এনা পরিবহনের বাস দুর্ঘটনা: বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে — আমাদের নুরুল হুদা মোংলায় চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন সীমান্তে ৪ কোটি টাকার পণ্যসহ গাড়ি জব্দ করেছে বিজিবি ওয়েস্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবি ভোলায় যৌতুক, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ শফিক
  • আপলোডের সময় : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ শফিক
বিশেষ প্রতিনিধি

বাংলার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গৌরবোজ্জ্বল ইতিহাসে আরেকটি মাইলফলক যোগ হলো—টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে।

বাংলার সীমান্তে দুই শতাব্দীর গৌরবগাথা, ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা—যেখানে প্রতিটি ইঞ্চি রক্ষিত হয় দৃঢ় প্রতিজ্ঞায়। স্বাধীনতার সূর্যোদয় থেকে আজ পর্যন্ত দেশের অখণ্ডতা রক্ষায় “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে কাজ করছে আধুনিক, সুশৃঙ্খল ও অপ্রতিরোধ্য বিজিবি।

ইতিহাসের সূচনা:
একাত্তরের স্বাধীনতা যোদ্ধাদের উত্তরসূরি এই ব্যাটালিয়ন ১৯৪৮ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহের খাগডহরে প্রতিষ্ঠিত হয়। ৭৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে ৩৪ জন বীর সেনানীর রক্তে লেখা রয়েছে মুক্তির গল্প। বহু সাহসী যোদ্ধা অর্জন করেছেন ‘বীর প্রতীক’। ১৯৭৯-১৯৮০ সালে সন্ত্রাসবিরোধী অভিযানে পাঁচ সদস্য শাহাদাত বরণ করেন। ১৯৯৯ সালে অর্জন করে “বাংলাদেশ রাইফেলস স্ট্যান্ডার্ড পদক।”
অপারেশন দাবানল, পাঞ্চিং টাইগার ও পূর্ব প্রাচীর—এই তিনটি ঐতিহাসিক অভিযানে ব্যাটালিয়নটির বীরত্বগাথা বিজয়ের ইতিহাসে অমলিন।

টেকনাফ অধ্যায়:
২০১৫ সালের ১৫ নভেম্বর টেকনাফের কৌশলগত ভূমিতে দায়িত্ব গ্রহণের পর থেকে এই ব্যাটালিয়ন সীমান্তরক্ষা, মাদকবিরোধী অভিযান ও মানবপাচার দমনে অনন্য ভূমিকা রাখছে। সততা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা—এই চার মূলনীতিতে ২ বিজিবি’র প্রতিটি সদস্য অটল।

বিজিবির ইতিহাসে প্রথম ও একমাত্র ইউনিট হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করে ৩০ কিলোমিটার উপকূল ও ২৩ কিলোমিটার সমুদ্রসীমা নিয়ন্ত্রণ করছে।

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ও সাম্প্রতিক সাফল্য:
মাদকবিরোধী অভিযানে এই ব্যাটালিয়নের সাফল্য তুলনাহীন। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিন বছর “বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি” জয় করে গড়েছে ইতিহাস।
২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে টেকনাফ ব্যাটালিয়ন সফলভাবে ১৭৯ জন আসামি গ্রেফতার করেছে। উদ্ধার করেছে ২.০৮৮০৩ কেজি স্বর্ণ, জব্দ করেছে ৪.২০৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং আটক করেছে ৫৭ লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট।

এ ছাড়াও উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ—এ-৩ রাইফেল ৩টি, এলজি ৪টি, বিদেশি পিস্তল ৪টি, ওয়ান সুটার গান ৫টি, রামদা ৮টি, দেশীয় কিরিচ ৮টি, একনলা বন্দুক ২টি, চাকু ৪টি, চাপাতি ১টি ও চাইনিজ কুড়াল ১টি।
আরও উদ্ধার করা হয়েছে গ্রেনেড ৪টি, রকেট বোমা ১টি, তাজা গুলি ৬৬৭ রাউন্ড, কম্পাস ১টি, ম্যাগাজিন ৪টি, রকেট লাঞ্চারের গোলা ১টি, খালি ম্যাগাজিন ৪টি, প্লাস্টিক ম্যাগাজিন ১টি, হাতবোমা ৬৯টি, বোমা তৈরির সরঞ্জামাদি ২.৯ কেজি, পিস্তলের গুলি ১টি, ওয়ান সুটার গান গুলি ৬টি ও একনলা বন্দুকের গুলি ২টি।

সব মিলিয়ে এই এক বছরে ২১৮ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন।

মানবপাচার ও উদ্ধার কার্যক্রম:
মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিতে ৩৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে নিরাপদ প্রত্যাবাসন ও নিরস্ত্রীকরণ নিশ্চিত করেছে এই ইউনিট। গত এক বছরে ৩৮৭ জন অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার ও ৮৭ জন মানবপাচারকারীকে আটক করেছে তারা।
এছাড়া বিজিবির নিরলস প্রচেষ্টায় আরাকান আর্মির নিকট আটক ১২৪ জন বাংলাদেশি জেলে, ১৮টি নৌকা ও বিপুল পরিমাণ জাল ফেরত আনা সম্ভব হয়েছে।

মানবিক সহায়তা কার্যক্রম:
টেকনাফ ব্যাটালিয়ন মানবিক সেবায়ও এগিয়ে। ৪৪০ জনকে শীতবস্ত্র বিতরণ, ৮টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১,০৯৭ জনকে চিকিৎসা সেবা এবং প্রায় এক হাজার অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

অধিনায়কের বক্তব্য:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—
“যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন আমরা দেশের সর্বদক্ষিণ সীমান্তের দুর্ভেদ্য প্রাচীর। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে যাদের আত্মত্যাগে ও পরিশ্রমে টেকনাফ ব্যাটালিয়ন আজকের এই মর্যাদায় এসেছে, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমরা শপথ নিয়েছি—সত্য, আত্মপ্রত্যয় ও ন্যায়পরায়ণতার মাধ্যমে দেশের অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হব না।”

দেশ মাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতিকে পরিণত হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24