
টেকনাফ,প্রতিনিধি │ কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারীকে এবং ইয়াবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড মাদক পাচারসহ সকল ধরনের অপরাধ দমন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”