
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলা প্রশাসন স্কুলের আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল বিকেলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাঃ রনী খাতুন।
উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ঝর্না খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ। এছাড়া কৃষিবিদ মোঃ মফিজুর রহমান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জিয়ারুল ইসলামসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমাবেশে শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন শরীফ ও ভগবত গীতা বিতরণ করা হয়। পরে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুস সালেম নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান।