ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিক্রিত রাস্তার জমি জবরদখলের অভিযোগে এক ভুক্তভোগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত ৫ অক্টোবর (রবিবার) গদখালী ইউনিয়নের বামনআলী সায়েমপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রুহুল আমিন অভিযোগটি দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি ৭৪ নং বামনআলী মৌজার আর.এস. ২৮৩ খতিয়ানভুক্ত ৪৭৫ নং দাগের ০৭ শতক জমি মোছা ছেরমানী বিবির কাছ থেকে ২০০৫ সালের ১০ মে তারিখে কবলা দলিলমূলে ক্রয় করেন। পরবর্তীতে ২০১১ সালের ১০ মে একই জমির মধ্যে থেকে ০২ শতক মো. নজরুল ইসলাম বাবুলের কাছে বিক্রয় করেন।
রুহুল আমিনের অভিযোগ, বিক্রিত জমির মধ্যে থেকে প্রায় ০.৬০ শতক জমি গদখালী ইউনিয়নের সায়েমপাড়া গ্রামের আজিজের ছেলে জাহাঙ্গীর জোরপূর্বক দখল করে নিয়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পেয়ে তিনি এসিল্যান্ডের কাছে অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দখলকৃত জমিতে পাচিল নির্মাণ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমির সীমানা সংলগ্ন দাগে অভিযুক্ত জাহাঙ্গীরের নিজস্ব জমিও রয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, “অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”